
প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
প্রয়াত তারকা সালমান শাহ’র পরিবারের আপত্তি সত্ত্বেও মুক্তি পেয়েছে ‘বুকের মধ্যে আগুন’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তোলেন অমর নায়ক সালমান শাহ’র পরিবার। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি সত্ত্বেও সিরিজটি মুক্তি দিয়েছে হইচই।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম—‘ফিরে আসার গল্প’, ‘বন্ধু নাকি শত্রু’, ‘চেনা যখন অচেনা’, ‘স্নেহের ছলনা’, ‘উত্থান-পতন’, ‘প্রণয়ের পালাবদল’, ‘পতনের প্রস্তুতি’, ‘হত্যা নাকি আত্মহত্যা?’
ওয়েব সিরিজের গল্পটি আসলে কোন নায়কের জীবন থেকে নেওয়া, দর্শকের অনেকেই সেটি আন্দাজ করতে পারছেন। এমনকি ওয়েব সিরিজের নামটিও প্রয়াত সালমান শাহ’র নামটিই মনে করিয়ে দিচ্ছে। কারণ, এ নায়কের অভিনীত শেষ সিনেমার নাম ‘বুকের ভেতর আগুন’।
‘আমরা একে অপরের শত্রু না, আমাদের সম্পর্ক মধুর’‘আমরা একে অপরের শত্রু না, আমাদের সম্পর্ক মধুর’
আরিয়ানএস/