• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পূর্ণিমা: শাবনূর আপুর জন্য আমরা কেউ ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০৭:০৩ পিএম

পূর্ণিমা: শাবনূর আপুর জন্য আমরা কেউ ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী পূর্ণিমা ও শাবনূর। শুধু সিনেমা থেকেই নয় দেশ থেকেও অনেক দূরে রয়েছেন অভিনেত্রী শাবনূর। অন্যদিকে অভিনেত্রী পূর্ণিমা দেশে থাকলেও বর্তমানে সিনেমায় খুব একটা বেশি দেখা যায় না। তবে বিভিন্ন টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনায় সরব তিনি। পূর্ণিমা সপরিবারে কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছেন। শাবনূর সিডনি শহরে বর্তমানে বসবাস করেছেন।

সেখানেই মিলিত হয়েছেন এই দুই তারকা পূর্নিমা এবং শাবনুর। এরপর ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডাও দিলেন তারা। দীর্ঘদিন পর সামনাসামনি সাক্ষাতে প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় ভাসালেন দুজনে। আড্ডার মাঝে শাবনূরের জনপ্রিয়তা ও অভিনয়গুণ নিয়ে ভক্তদের উদ্দেশে মজার এক ঘটনা শোনালেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্ণারে গিয়ে কান্না করতাম।’

এদিকে পূর্ণিমারও অভিনয়গুণ ও উপস্থাপনার প্রশংসায় ভাসান শাবনূর। সেই সঙ্গে দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত শাবনূর বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’

এরই মাঝে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুড়ালের মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুড়াল সম্পর্ক না।’ আড্ডায় একসঙ্গে সিনেমা করারও ইচ্ছা প্রকাশ করেন একসময়ের তুমুল জনপ্রিয় এই দুই চিত্রনায়িকা।

আর্কাইভ