• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুই তরুণ মধ্যরাতে শাহরুখের বাড়িতে ঢুকে যে কাণ্ড ঘটালেন!

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১২:৫০ এএম

দুই তরুণ মধ্যরাতে শাহরুখের বাড়িতে ঢুকে যে কাণ্ড ঘটালেন!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান। সারা বিশ্বেই রয়েছে তার কোটি কোটি ভক্ত। তাকে একনজর দেখতে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।

গত বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাতে কিং খানের বাড়ির পেছনের প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন দুই তরুণ। তাদের বয়স ১৯-২০। তবে উদ্দেশ্য হাসিল হওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের নজরে পড়েন তারা। বাড়িতে অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আপাতত তদন্ত চলছে।

মুম্বাই পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত দুই তরুণ শাহরুখকে দেখতে গুজরাট থেকে এসেছেন। তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে চুপচাপ বসে ছিলেন। তবে বেশিক্ষণ বসে থাকতে পারেননি। সিসিটিভিতে ধরা পড়েন। প্রিয় নায়ককে একনজর দেখতে কান্নাকাটিও করেন তারা।

এদিকে ‘জওয়ান’ সিনেমার শুটিং শেষে সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন শাহরুখ। যে কারণে তার এই অন্ধ দুই ভক্তের কাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তিনি।

আর্কাইভ