• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রেমিকাকে প্রকাশ্যে চড় যুবকের, ক্ষমা চাওয়ালেন অভিনেতা

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৮:৩১ পিএম

প্রেমিকাকে প্রকাশ্যে চড় যুবকের, ক্ষমা চাওয়ালেন অভিনেতা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে চড় মারেন এক যুবক। এই দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে ওই যুবককে তার প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ালেন তেলেগু অভিনেতা নাগা শৌর্য। যদিও নিজের আচরণে এতটুকুও অনুতপ্ত ছিলেন না ওই যুবক। তবে তাকে প্রেমিকার কাছে ক্ষমা চাওয়াতে অনড় ছিলেন অভিনেতা। ক্ষমা না চাওয়া পর্যন্ত যুবককে ছাড়েননি তিনি। নাগা শৌর্যের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেতার কাজে বাহবা জানিয়েছেন নেটিজেনরা।
ঠিক কী ঘটেছিল? এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— বুধবার হায়দরাবাদে রাস্তায় দাঁড়িয়েই প্রেমিকাকে চড় মারেন এক যুবক। সেই দৃশ্য দেখেই রেগে যান অভিনেতা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যুবককে ধরে ফেলেন। এর পর যুবককে প্রেমিকার কাছে ক্ষমা চাইতে বলেন।
যুবকের পাল্টা দাবি, তার প্রেমিকার সঙ্গে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন তিনি। তর্কবিতর্কে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ওই যুবকের প্রেমিকা তাকে সরিয়ে নিতে যান। কিন্তু যুবককে আটকে রেখে শৌর্যকে বলতে শোনা যায়, ‘আপনি রাস্তার মাঝে তাকে চড় মারলেন কেন? সে আপনার প্রেমিকা হতে পারে, এর মানে এই নয় যে আপনি তার সঙ্গে এভাবে খারাপ আচরণ করতে পারেন। তাকে সরি বলুন।’ এ সময় চলতি পথের সাধারণ মানুষরাও ওই যুবককে একই কথা বলেন। শেষ পর্যন্ত ক্ষমা চান ওই যুবক।


তেলেগু তারকার এমন কাজে মুগ্ধ নেটিজেনরা। সবাই একবাক্যে তাকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন— ‘আমার সন্মান জানবেন ভাই।’ অন্য একজন লিখেছেন— ‘হ্যাট অব টু নাগা শৌর্য। আপনি যা করেছেন, তার জন্য অসীম শ্রদ্ধা।’ 
এদিকে কিছু টুইটার ব্যবহারকারী ভেবেছেন, এটি শৌর্যের আসন্ন সিনেমার একটি প্রচারমূলক স্টান্ট হতে পারে। আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘ফালানা আব্বায়ি ফালানা আম্মায়ি’। শ্রীনিবাস আভাসারলা পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন মালভিকা নায়ার।

 

আরিয়ানএস/

আর্কাইভ