• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেত্রীকে হত্যার পর টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল!

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৩:৫৮ পিএম

অভিনেত্রীকে হত্যার পর টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

হংকংয়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয় নিখোঁজের কয়েক দিন পর খোঁজ মিলল। তাকে হত্যার পর  টুকরো করে মৃতদেহ রাখা হয়েছিল ফ্রিজে। খাবারের পাত্রে মিলেছে খণ্ডিত মাথা!

এ খুনের ঘটনায় অ্যাবির সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং, দেবর অ্যান্টনি কোয়াং, শ্বশুর কোং কাউ ও শাশুরি জেনি লিকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।

হংকং পুলিশের প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অ্যাবি চোইয়ের শ্বশুর কোং কাউর বাড়ির ফ্রিজ থেকে এক নারীর দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। 

বিচ্ছিন্ন মাথা খুঁজে না পাওয়ায় লাশটি শনাক্ত করতে পারছিলেন না পুলিশ কর্মকর্তারা।

দুই দিন পর (২৬ ফেব্রুয়ারি) ওই বাড়ির স্টিলের বড় একটি রান্নার পাত্র থেকে লাশটির মাথা উদ্ধার করা হয়। এরপরই মৃহদেহটি শনাক্ত করা হয়। অভিনেত্রীর মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সবচেয়ে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ।

আর্কাইভ