• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বামী রাজ নয়, অন্য কারও প্রেমে পড়ার কথা স্বীকার করলেন পরীমণি?

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০১:১২ এএম

স্বামী রাজ নয়, অন্য কারও প্রেমে পড়ার কথা স্বীকার করলেন পরীমণি?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সদ্য ছয় মাসে পা দিল শরিফুল রাজ ও পরীমণির ছেলে রাজ্য। ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের অন্নপ্রাশনের আয়োজন করেন অভিনেত্রী পরীমণি। যদিও তাঁর আগে সারা জানুয়ারি মাস জুড়ে বেশ সমস্যা চলেছে রাজ ও পরীমণির দাম্পত্যে জীবনে। এই দাম্পত্যে কলহ তাদের মধ্যে এতটায় বেড়ে যায় যে সে একটা সময় রাজের সঙ্গে বিচ্ছেদের কথা প্রায় ঘোষণা করে দেন। পরবর্তীতে রাজের সাথে সকল সমস্যা মিটিয়ে নিয়ে ফের সঙ্গে সংসার শুরু করেছেন বাংলাদেশের বিতর্কিত এই অভিনেত্রী। তবে এ বার ফের পরীর কণ্ঠে অন্য এক নায়কের সুখ্যাতি। সমাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন, তিনি তার প্রেমে পড়েছেন!

খুব একটা চাপা স্বভাবের নয় তিনি। তিনি কখনই কোন নিয়মের পরোয়া করেন না। পরীমণির মনে যা আসে তা তিনি সহজেই বলতে পারেন প্রকাশ্যে। এ বারও ঠিক তেমনটা করলেন।

অনুষ্কার আত্মত্যাগ অনেক, মেয়ে হওয়ার পর বদলেছে জীবন, জানালেন বিরাট কোহলি
অভিনেত্রী লেখেন, ‘‘কী রোম্যান্টিক লুক! প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’’ কিন্তু কে এই মনা? গত কালই মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা ছবির গান ‘মেঘের নৌকা’। এই ছবির নায়ক মাহফুজ় আহমেদ। এই ছবিতে মাহফুজ় আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। সেই গানে অভিনেতাকে দেখেই প্রেমে পড়ার কথা লিখলেন অভিনেত্রী।

পরীমণি লেখেন,‘‘কী সুন্দর মিষ্টি একটা গান! যেমন সুন্দর গানের কথা, সুর, গায়কি, লোকেশন আর শিল্পীরা। কিন্তু এত সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইল মনার দিকে। মানে মাহফুজ় আহমেদ। কী রোম্যান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’’ ছবিতে নায়িকা শবনম বুবলী। তবে শুধু অভিনেতা নন, তাঁর ঘনিষ্ঠ পরিচালক চয়নিকা চৌধুরীর উদ্দেশে লেখেন, ‘‘চয়নিকা চৌধুরী, তুমি সত্যিই অসাধারণ। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো, তার আরও একটা উদাহরণ হয়ে রইল। আমার গর্ব হয় তোমার জন্যে। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি, আমাদের এক জন চয়নিকা চৌধুরী আছেন।’’ যদিও ছবির নায়িকাকে নিয়ে একটি শব্দও খরচ করেননি পরী।

আর্কাইভ