• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফুলশয্যার ছবি ফাঁস! ফাহাদ-স্বরার ‘গোপন মুহূর্ত’ দেখতে উপচে পড়ছে ভিড়

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৫:১৩ পিএম

ফুলশয্যার ছবি ফাঁস! ফাহাদ-স্বরার ‘গোপন মুহূর্ত’ দেখতে উপচে পড়ছে ভিড়

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্বরা ভাস্কর। ‘বীরে দি ওয়েডিং’ খ্যাত এই অভিনেত্রী নিজের মনের কথা প্রকাশ্যে বলতে একেবারেই ভয় পান না। সেই কারণে তিনি মাঝেমধ্যেই ভক্তদের একাংশের রোষের মুখেও পড়েন। যদিও সেসব কটু কথাকে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি এই অভিনেত্রীর ফুলশয্যার রাতের ছবিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়!

প্রেমের মাসে গাঁটছড়া বেঁধে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা। পাত্র আবার রাজনীতির সঙ্গে যুক্ত। স্বরার স্বামী ফাহাদ আহমেদ হলেন সমাজবাদী পার্টির যুব নেতা। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেদার ট্রোলিংয়ের সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী। মুসলিম ছেলের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার জন্য প্রচুর কটাক্ষ শুনতে হচ্ছে তাঁকে।

যদিও বরাবরের মতো এবারেও এসব ট্রোলিংকে গুরুত্ব দিতে নারাজ স্বরা। বরং নিজের জীবনের এই নতুন অধ্যায় নিয়েই ব্যস্ত তিনি। সেই জন্য খারাপ কথাগুলিকে বিশেষ পাত্তা না দিয়ে আপন ছন্দেই রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি যেমন ইনস্টাগ্রামে নিজের ফুলশয্যার ছবি শেয়ার করেছেন তিনি।

বিয়ের পর স্বরা-ফাহাদের প্রথম রাতের আয়োজন করেছিলেন অভিনেত্রীর মা ইরা ভাস্কর। কোনও কিছুতে যাতে ত্রুটি না থাকে তা সুনিশ্চিত করেছিলেন তিনি। স্বরার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, হালকা গোলাপি রঙের চাদর পাতা হয়েছে খাটে। চারপাশ সাজানো গোলাপ এবং রজনীগন্ধা দিয়ে। এছাড়াও মেঝের চারিদিকে ছড়ানো রয়েছে গোলাপের পাঁপড়ি। পিছন দিক থেকে স্বরাকে জড়িয়ে ধরে রেখেছেন স্বামী ফাহাদ।

ফুলশয্যার রাতের ছবি শেয়ার করে স্বরা ক্যাপশনে লেখেন, ‘মা, আমাদের এই বিশেষ রাতের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এই রাত যাতে সিনেমার মতো হয়, সেই বিষয়ে আমার মা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন’।

প্রসঙ্গত উল্লেখ্য, বিয়ের দিন মা ইরার শাড়ি-গয়নাতেই সেজে উঠেছিলেন স্বরা। কনের বেশে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘রেজিস্ট্রির দিন আমার মায়ের শাড়ি ও গয়না পরেছিলাম। পরিবারের প্রত্যেকের ভালোবাসা আমাদের সঙ্গে ছিল। সত্যিই এটা একটা বিরাট আশীর্বাদ। বিশেষ বিবাহ আইন অনুযায়ী দম্পতি হিসেবে নথিভুক্ত হলাম’।

আর্কাইভ