• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরীমণি : আগে ঘুম হারাম করতো ছেলের বাপ এখন করে ছেলে

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ১২:৪২ এএম

পরীমণি : আগে ঘুম হারাম করতো ছেলের বাপ এখন করে ছেলে

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি নিজের ব্যক্তি জীবনের কর্মকাণ্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। তাকে ঘিরে নেটিজেনদের কৌতুহলেরও যেনো শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই চিত্রনায়িকা। সেখানেই ভক্তদের সঙ্গে নিজের জীবনে প্রতিমুহুর্ত ঘটে চলা বিভিন্ন অনুভূতি, ঘটনাগুলো শেয়ার করেন। তবে এখন পরীর অধিকাংশ সময়ই কাটে স্বামী ও সন্তানকে ঘিরে।

এদিকে ছয় মাস পেরোনো সন্তানকে কতটা সময় দিচ্ছেন পরী; তা বোঝা যায় তার কথাতেই। একটি পোস্ট দিয়ে পরী লিখেছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’ বেশ কদিন আগে এর রাতে এই পোস্ট দেন পরী। অনেকেই অনেক মন্তব্য করেছেন ওই পোস্টের নিচে।

আরেক চিত্রনায়িকা জাহারা মিতুকেও সেখানে এসে কথা বলতে দেখা গেল। অবশ্য কিছুটা যেন মজাই করলেন তিনি। কমেন্টে মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’

অট্টহাসির এক ইমোজি দিয়ে পরী দিয়েছেন এই কমেন্টের উত্তর। লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করতো।’ মিতু লিখেছেন, ‘খুবই দুষ্টু আমরা’। পরীও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন একটি ইমোজি দিয়ে।

আর্কাইভ