• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘ফারিয়াকে দিলে ঠিক করে ফেলবে’ কী করার কথা বলছেন?

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:৪২ পিএম

‘ফারিয়াকে দিলে ঠিক করে ফেলবে’ কী করার কথা বলছেন?

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অভিনয় জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন অভিনেত্রী। দুই বাংলায় মানে ঢালিউড এবং টালিউডে অভিনয়ের পাশাপাশি গান ও উপস্থাপনায়ও বেশ পারদর্শী এই অভিনেত্রী।

চলতি বছরের আগামী ৯ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০২১’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘উপস্থাপনার কাজটা আমি খুব উপভোগ করি। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। তার সামনে এই প্রথম সঞ্চালনা করব। আশা করি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভালোভাবে শেষ করতে পারব।’

অভিনেত্রী যোগ করেন, আমার তো আত্মবিশ্বাস আছে, অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদেরও এ আত্মবিশ্বাস আছে যে, ‘ফারিয়াকে দিলে ঠিক করে ফেলবে।’

এর আগে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তিনবার পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া। তখন নাচের মাধ্যমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবারই প্রথম সঞ্চালনার সুযোগ পেলেন তিনি।

 

আর্কাইভ