• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শাকিবের ছবি প্রত্যাখ্যান করলেন পূজা চেরি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:৫১ পিএম

শাকিবের ছবি প্রত্যাখ্যান করলেন পূজা চেরি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। হাতেগুনা কয়েকটি কাজের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে কাজ শুরু করলেও কিছুদিন সেখান থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে ক’দিন আগে নিজের ভুল বুঝতে পেরে জাজের ঘরে ফিরেছেন অভিনেত্রী পূজা চেরী। এরপর থেকেই শোনা যাচ্ছিল, এই সিদ্ধান্তের কারণে শাকিব খান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’র নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেছিলেন শাকিব। কিন্তু জাজের সঙ্গে মিলে যাওয়ায় বাদ দিচ্ছেন তাকে। সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে অভিনেত্রী জানালেন, ‘মায়া’ সিনেমাটি করছেন না তিনি। পূজা লিখেছেন, বেশকিছু অনলাইনে দেখছি, ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, ‘মায়া’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয় নাই।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি ‘মায়া’ সিনেমাটি করছি  না। এরপর তিনি লিখেছেন, যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি, বিষয়টি এখানেই শেষ হবে।

আর্কাইভ