• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জীবন সুন্দর: প্রভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:০২ পিএম

জীবন সুন্দর: প্রভা

বিনোদন ডেস্ক

সাদিয়া জাহান প্রভা নাটক ও মডেলিংয়ে জনপ্রিয় অভিনেত্রী। প্রায়ই সংবাদমাধ্যমে নানা ধরনের খবর আসে তাকে নিয়ে। শুধু এই শোবিজ জগতে নয়, কাজের ব্যস্ততার মাঝে সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যমে নিজের জীবন নিয়ে অনেক কথা বলেছেন প্রভা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম ভেরিফায়েড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে আপনার সঙ্গে। ভালো, খারাপ, সুখ বা দুঃখের হতে পারে। আপনি ভালো কিছু আশা করতে পারেন কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় ও অপ্রত্যাশিত। জীবন সুন্দর।’

অভিনেত্রীর এই পোস্ট সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। তারা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন। এছাড়া অনেকে আবার প্রশংসাও করছেন প্রিয় তারকার।

আর্কাইভ