• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুই স্ত্রী একসঙ্গে গর্ভবতী, ইউটিউবার আরমান তৃতীয় বিয়ের তোড়জোড় করছেন!

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৩:৫০ এএম

দুই স্ত্রী একসঙ্গে গর্ভবতী, ইউটিউবার আরমান তৃতীয় বিয়ের তোড়জোড় করছেন!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

 বিনোদন জগতে পরকীয়া এখন জলভাত হয়ে গিয়েছে। তারকারা প্রেম করে বিয়ে করেও তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন। এই প্রবণতা চলে আসছে বহুদিন ধরে। সাধারণত এক্ষেত্রে বিষয়টা শেষমেষ গিয়ে বিচ্ছেদে। কিন্তু এই প্রতিবেদনে এমন একজনের কথা জানাব, যিনি নিজের দুই স্ত্রীর সঙ্গে একই ছাদের তলায় থাকেন। আবার দুই স্ত্রীই একইসঙ্গে অন্তঃসত্ত্বাও হয়েছেন।

চমকে গেলেন? চমক লাগার মতোই ব্যাপার বটে। এই গুণধরের নাম আরমান মালিক। পেশায় তিনি একজন ইউটিউবার। ইউটিউব জগতে নামডাক ভালোই রয়েছে। তবে পরিচিতির পরিসর আরো বেড়েছে আরমানের ব্যক্তিগত কেচ্ছা সামনে আসতে। নিজের দুই স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি। তাঁর দুই স্ত্রী পায়েল মালিক এবং কৃতিকা মালিক দুজনেই অন্তঃসত্ত্বা। একই সঙ্গে সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা।

এতটা পড়েও যদি আপনি অবাক না হন, তাহলে জানিয়ে দিই, এবার তৃতীয় স্ত্রী আনার পরিকল্পনা করছেন আরমান। একটি ভিডিওতে খোদ ইউটিউবারকেই একথা বলতে শোনা গিয়েছে। নিজের দুই স্ত্রীর সাধের অনুষ্ঠানে নিজের প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন আরমান।

ব্যাপারটা খোলসা করেই বলা যাক। সম্প্রতি দুই বউয়ের জন্য বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন আরমান। সেখানেই এক অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় তাঁকে। কিন্তু পরবর্তীকালে সেই মেয়েকেই অপর এক পুরুষের সঙ্গে হাতেনাতে ধরেন আরমান। পরিস্থিতি মোড় নেয় আরো খারাপ দিকে। ফাঁস হয় ওই ব্যক্তিও বিবাহিত। মেজাজ গরম করে অনুষ্ঠানের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আরমান।

প্রেমিকাকে শাসাতে দেখা যায় তাঁকে। আরমান বলেন, ওই মেয়ের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছেন তিনি। আর সে কিনা তাঁকে ধোঁকা দিচ্ছে! দুটো বউ রয়েছে তো কী? তিন নম্বর বিয়েও করে নেবেন তিনি। আরমানের ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই। তারপর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হয়ে চলেছেন তিনি।

দু দুটো বিয়ে করেও শখ মেটেনি! অন্তঃসত্ত্বা স্ত্রীদের সামনেই তৃতীয় বিয়ের ঘোষণা করছেন আরমান! ক্রমাগত ট্রোল হতে হতে শেষমেষ নীরবতা ভঙ্গ করেছেন ইউটিউবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসেছিলেন তিনি। সেখানেই তিন নম্বর বিয়ে নিয়ে মুখ খোলেন আরমান।

তিনি স্পষ্টই জানান, তৃতীয় বিয়ে তিনি করছেন না। তাঁর মন্তব্যকে সমর্থন করেন তাঁর দ্বিতীয় স্ত্রীও। আরমান বলেন, যে ভিডিওর ভিত্তিতে মানুষ এসব কথা বলছেন সেটি আসলে প্র্যাঙ্ক ভিডিও ছিল। আগের দুই স্ত্রীকে সঙ্গে নিয়েই ভিডিওটি বানিয়েছেন তিনি। দর্শকদের আর্জি জানিয়েছেন আরমান, সত্যিটা যাচাই করে তারপর নিন্দা করতে। উল্লেখ্য, আরমান ও তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আবারো একসঙ্গে মা হতে চলেছেন তাঁর দুই স্ত্রী।

আর্কাইভ