• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমার উদারতার সুযোগ নিবেন না : পূজা চেরি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৩:৪৬ পিএম

আমার উদারতার সুযোগ নিবেন না : পূজা চেরি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, ভার্চুয়াল জগতে বিভিন্ন প্ল্যাটফর্মে সরব থাকতে পছন্দ করেন। বর্তমান সময়টা-ই ভার্চুয়াল।  নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি রায় সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। তিনি তার কাজ ও নিজের মনের কথা জানিয়ে পোস্ট দেন বিভিন্ন সময়।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন পূজা। তার ছবিগুলো ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। তবে সেই পোস্টে ছবির পাশাপাশি নায়িকার যুক্ত করা ক্যাপশন নিয়েও আলোচনা হচ্ছে।

পূজা লিখেছেন, ‘আমার উদারতার সুযোগ নিবেন না।’ তার সেই পোস্টে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় দুই হাজার মন্তব্য জমা পড়েছে। অনেকেই নায়িকার সৌন্দর্যের প্রশংসা করেছেন।

এদিকে আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে আসছে পূজা অভিনীত ওয়েব ফিল্ম ‘পরি’। এতে মেকআপবিহীন পূজার দেখা মিলবে। মাহমুদুর রহমানের পরিচালনায় এতে নায়িকার সঙ্গী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান।

আর্কাইভ