• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফিরে এলেন নাকি সুশান্ত সিং রাজপূত! হৃত্বিকের সাথে সুশান্ত-র মতো কাকে দেখেই হতবাক নেটিজেনরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১২:১৪ এএম

ফিরে এলেন নাকি সুশান্ত সিং রাজপূত! হৃত্বিকের সাথে সুশান্ত-র মতো কাকে দেখেই হতবাক নেটিজেনরা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন দেখতে দেখতে ৩ বছর হতে চলল। ২০২০ সালের ১৪ জুন ইহলোক ছেড়ে পরলোকের উদ্দেশে গমন করেছেন তিনি। সেইদিনই অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ‘দিল বেচারা’ অভিনেতার দেহ। হাসপাতালে নিয়ে যাওয়ার, চিকিৎসা করার সময়টুকুও দেননি তিনি।

সুশান্তের মৃত্যুর পর থেকেই এই নিয়ে তদন্ত চলছে। আত্মহত্যা নাকি খুন এই রহস্যভেদ হয়নি এখনও। সোশ্যাল মিডিয়া খুললে এখনও দেখা যায় ‘#JusticeforSSR’ ক্যাম্পেন চলছে। সুশান্তের মৃত্যু ঘিরে হাজারো প্রশ্ন থাকলেও কোনও সদুত্তর এখনও মেলেনি। কিন্তু এখন যদি বলা হয়, সুশান্তের কিচ্ছু হয়নি, তিনি বেঁচে আছেন? তাহলে নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবেন?

একথা অবশ্য আমরা নয়, বরং বলছে নেটিজেনদের একটি বৃহৎ অংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখার পর রীতিমতো হাঁ হয়ে গিয়েছেন প্রত্যেকে। সেই ছবিতে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন তাঁকে দেখেই চোখ কপালে উঠেছে প্রত্যেকের। তাঁকে তো অবিকল সুশান্তের মতো দেখতে!

তবে হুবহু এক দেখতে হলেও তিনি সুশান্ত নন। ঋত্বিকের পাশে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি পেশায় একজন স্টান্টম্যান। কয়েকমাস আগে ‘বিক্রম বেধা’ ছবির সেটে তোলা হয়েছিল এই ছবি। আর এখন সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঋত্বিক এবং মনসুর দু’জনের পরনেই রয়েছে কালো রঙের শার্ট। হুবহু একই লুকে দেখা যাচ্ছে দু’জনকে। তবে ঋত্বিকের মতো সাজলেও মনসুরের সঙ্গে প্রয়াত সুশান্তের মুখের প্রচুর মিল পেয়েছেন নেটিজেনরা। আর সেই জন্যই লাইমলাইটে চলে এসেছেন তিনি। মনসুরের ছবি দেখে বেশ আবেগঘন হয়ে পড়েছেন অভিনেতার অনুরাগীরা। সকলে একটা কথাই বলছেন, ইস, সত্যি যদি সুশান্ত বেঁচে থাকতেন!

প্রসঙ্গত উল্লেখ্য, ছোটপর্দায় ‘পবিত্র রিশ্তা’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত। এরপর ‘কাই পো চে’র হাত ধরে বলিউড পা রাখেন তিনি। কম সময়ের মধ্যেই নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে  ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের তালিকায় স্থান করে নিয়েছিলেন সুশান্ত। অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’ রিলিজ করেছিল তাঁর প্রয়াণের পর।

আর্কাইভ