প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১০:৩৭ পিএম
প্রসথেটিক মেকআপে একেবারে অচেনা শুভশ্রী গাঙ্গুলি, ট্রেলারে বৃদ্ধার ভূমিকায় তার গলার স্বর শুনেও যেন মনে হলো, শুভশ্রী নয় কথা বলছেন এক বৃদ্ধা। শুভশ্রীর জন্য চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম চ্যালেঞ্জ ছিল ৭৫ বছরের ভূমিকায় অভিনয় করা। এ কারণেই হ্যাঁ বলেছি। কোনও চরিত্রে যদি চ্যালেঞ্জ থাকে, রাতে ঘুমাতে না দেয়, আমাকে টেনে বাড়ি থেকে বের করবে, তবেই সে চরিত্র আমি করব। চরিত্রটি যদি আমি না করতাম, তাহলে বোকামি হতো। এত ভালো একটি চরিত্র, সব শিল্পী মুখিয়ে থাকবে এতে পারফর্ম করতে।’
নিজেকে যেভাবে ইন্দুবালা চরিত্রেপ্রস্তুত করেছেন, সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন শুভশ্রী। তিনি বলেন, ‘প্রস্তুতিটা অনেক কঠিন ছিল। তার মানসিক অবস্থা কেমন হতে পারে ভেবে নিতে হয়েছে। বড় চ্যালেঞ্জ ছিল কণ্ঠস্বর। চলাফেরা, শরীরী ভাষা, তাকানো— সবকিছু করে নিতে পারব জানতাম। কিন্তু নার্ভাস ছিলাম কণ্ঠস্বর নিয়ে। সন্তুষ্টির জায়গায় পৌঁছাতে খুব খাটতে হয়েছে আমাকে। নানা রকম ভয়েস ট্রাই করার পর পরিচালকের যেটা পছন্দ হয়েছে, সেটাই ফাইনাল করেছি।’
বৃদ্ধ ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখা গেলেও পারিজাত চৌধুরী অল্পবয়সি চরিত্রে অভিনয় করেছেন। এতে শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।