• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেতা অক্ষয় কেন কানাডার নাগরিকত্ব ফিরিয়ে দিচ্ছেন?

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১২:০৫ এএম

অভিনেতা অক্ষয় কেন কানাডার নাগরিকত্ব ফিরিয়ে দিচ্ছেন?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার কানাডার নাগরিকত্ব নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। তার ক্যারিয়ারে যখন দুঃসময় চলছিল, তখন তিনি বন্ধুদের পরামর্শে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে কানাডায় পাড়ি জমিয়েছিলেন।

তবে এখন তিনি দেশে ফিরে আসলেও কানাডার নাগরিক হিসেবেই পরিচয় বহন করছেন। তাই বিভিন্নভাবে বিদ্রুপের শিকার হচ্ছেন তিনি। রীতিমতো ‘কানাডা কুমার’ নামে আখ্যায়িত করা হয়েছিল তাকে।

তবে খুব শিগগিরই ভারতের নাগরিক হতে চলেছেন অক্ষয় কুমার। এ দিকে পাসপোর্ট কানাডার হলেও তার সবকিছু দেশকে ঘিরেই বলে জানিয়েছেন তিনি। অক্ষয় বলেন, ভারত আমার কাছে সবকিছু। আমি যা কিছু অর্জন করেছি, সব এখান থেকেই। আর তাই আবার ফেরার সুযোগই খুঁজছি আমি।

অক্ষয় কুমার আরও বলেন, নব্বই দশকে প্রায় পনেরোটি ছবি ফ্লপ হয়েছিল আমার। একটি ছবিও চলছিল না। সে সময় ভারতে থেকে কিছু করতে পারছিলাম না আমি। তখন কিছু বন্ধুর পরামর্শে ভাগ্য বদলাতে কানাডায় চলে যাব ঠিক করি।

অনেক আগেই আমি দেশে ফিরে এসেছি, কিন্তু কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমার পাসপোর্ট অন্য দেশের। তবে এখন তিনি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চান বলে জানিয়েছেন।

আর্কাইভ