• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেত্রী পূর্ণিমা স্বামী-সন্তানসহ উড়াল দিয়েছে অস্ট্রেলিয়ায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১১:৩৫ পিএম

অভিনেত্রী পূর্ণিমা স্বামী-সন্তানসহ উড়াল দিয়েছে অস্ট্রেলিয়ায়

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে বাংলা সিনেমা ইন্ড্রাস্টিকে করেছেন আলোকিত। দুই যুগের কর্ম জীবনে ভক্তদের অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। বর্তমানে অবকাশ যাপনে পরিবারের সকলকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি গিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করেন তারা। সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের।

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অস্ট্রেলিয়া যাওয়ার খবর জানিয়েছেন পূর্ণিমা। ছবিটি তুলেছেন, নায়িকার স্বামী আশফাকুর রহমান রবিন।

এর আগে, ২০২২ সালের নভেম্বরে স্বামীকে নিয়ে ওমরা করে এসেছেন পূর্ণিমা। সে সময়ও তাদের সঙ্গী হয়েছিল মেয়ে আরশিয়া উমাইজা।

প্রসঙ্গত, নাটক-সিনেমার পর ওটিটিতেও অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী পূর্ণিমার। খুব শিগগিরই ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ কর্মকর্তা রূপে হাজির হবেন তিনি।

আর্কাইভ