• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ছাদে উঠে লেন্স জুম করে ব্যক্তিগত ছবি তোলা ঠিক না: নুসরাত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১০:২৯ পিএম

ছাদে উঠে লেন্স জুম করে ব্যক্তিগত ছবি তোলা ঠিক না: নুসরাত

বিনোদন ডেস্ক

দুদিন আগে শয়নকক্ষে দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন জনপ্রিয় বলিউড নায়িকা আলিয়া ভাট। পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসে থেকে ছবি ধারণ করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। এতে রাগে ক্ষোভে ফেটে পড়েন এ অভিনেত্রী। মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে তার পাশে অনেকেই দাঁড়িয়েছেন ।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান বলেছেন, ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ছবি তোলা ঠিক না। সব কিছুরই সীমা থাকা দরকার।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি থাকে তা ঠিক। ভক্তদের আমাদের ব্যক্তিগত বিষয়ে, আমাদের জীবনধারা নিয়ে অনেক বেশি কৌতূহল থাকে তাও ঠিক আছে।
কিন্তু বর্তমানে যে ধরনের অভ্যাস শুরু হয়েছে আলোকচিত্রীদের অনেক সময়ই নিজেদের এখতিয়ার ভুলে যায়। প্রতিটি পেশায় কিছু সীমা থাকা উচিত। ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ঘরের ছবি তোলা কিংবা তারকাদের গাড়ি ধাওয়া করে তাদের নিয়ে খবর করা খুবই অনুচিত।

আর্কাইভ