• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গ্র্যাজুয়েট হলেন তাসনিয়া ফারিণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০১:৪৫ এএম

গ্র্যাজুয়েট হলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

ছোট পর্দার সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গ্র্যাজুয়েট শেষ করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বুধবার ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন।

আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি প্রকাশ করে ফারিণ ক্যাপশনে লিখেছেন, ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’

নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ। তার ব্যস্ততা এখন ওটিটিতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজের পর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী।

দেশের বাইরে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। গত ৩ ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে। অতনু ঘোষের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে। শিগগির হিন্দি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ।

আর্কাইভ