• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সুখবর দিলেন পূজা চেরি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:৩১ পিএম

সুখবর দিলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এদিন ওটিটিতে মুক্তি পাবে পূজা অভিনীত ওয়েব ফিল্ম ‘পরি’।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পরির পোস্টার শেয়ার করে পূজা লিখেছেন, ‘পুড়ে যাওয়া ডানায় কোনো আকাশ থাকে না- পরি। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে আসছে...।’

নায়িকা আগেই জানিয়েছিলেন, ‘পরি’ আমার সেরা কাজগুলোর একটি। শুধুমাত্র দুটি গান ছাড়া পুরো কাজটিতে আমি কোনো মেকাপ নেইনি। মেকআপ না নেওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ‘পরি’র শুটিং শেষ করেন পূজা। মাহমুদুর রহমানের পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান।

আর্কাইভ