• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:২৩ এএম

কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং।তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “কলকাতা, আমি দুঃক্ষিত যে আপনাদের ১ কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে অনুষ্ঠান স্থলে হেঁটে আসতে হয়েছিল (কারণ এত ভিড়ের চাহিদা মেটানোর মতো টোটো রিকশা ছিল না)।”তিনি আরও বলেন, “আমি দুঃক্ষিত যে ওই অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার কামড় আপনাদের সহ্য করতে হয়েছে। আমি দুঃখিত যে কিছু স্বেচ্ছাসেবক অনেক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে যেন এই অধিকার তাঁদের রয়েছে।" তাঁর আরও সংযোজন, “পাশাপাশি কনসার্টে যাওয়া বহু মানুষ হাতের ব্যান্ডের বিষয়টি বুঝতে না পারায় ভেতরে প্রবেশ করতে পারেননি এই বিষয়টি উল্লেখ করে ক্ষমা চেয়েছেন।অরিজিতের সংযোজন, "কিন্তু, যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আমার হৃদয়জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব পরবর্তীতে যাতে আরও ভালো অনুভূতি যাতে দিতে পারি। সকলে ভালো থেকো।”  এরপরই ভক্তদের মন্তব্যে উপচে পড়েছে কমেন্টবক্স।

আর্কাইভ