• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিঁথিতে সিঁদুর, চোখে কাজল, ব্লাউজ ছাড়াই মায়াবী নববধূ রূপে হাজির স্বস্তিকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০১:২৭ এএম

সিঁথিতে সিঁদুর, চোখে কাজল, ব্লাউজ ছাড়াই মায়াবী নববধূ রূপে হাজির স্বস্তিকা

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। যেমন রূপ তেমনি অভিনয়। তবে ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে বিতর্কও কম নেই! বাংলা ছবি তো বটেই বলিউড থেকে শুরু করে ওয়েব সিরিজেও অভিনয় করে ফেলেছেন তিনি। সম্প্রতিকালে ‘কলা’ ছবিতে নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু হটাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে চর্চায় উঠে এসেছেন স্বস্তিকা।

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। কাজের ছবি ভিডিও থেকে শুরু করে ফটোশুটের নানা মুহূর্ত শেয়ার করেন ফেসবুক থেকে ইনস্টাগ্রামে। এই ছবি ভিডিও দেখে রীতিমত মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা।

সম্প্রতি এমনই কিছু ছবির জেরে চর্চায় উঠে এসেছেন স্বস্তিকা। গোলাপি রঙের শাড়ি পরে একেবারে নববধূ হিসাবে ধরা দিয়েছেন অভিনেত্রী। সিঁথিতে সিঁদুর, কপালে চন্দনের ফোঁটা, গা ভর্তি গয়না রয়েছে। তবে যেটা নেই সেটা হল ব্লাউজ, একেবারে সাবেকি সাজ, সাথে কাজল কালো চোখ। এমন ছবিতে অভিনেত্রীকে দেখে রীতিমত চোখ ফেরানো দায়।

ছবি শেয়ার করার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এমন সাজে তাঁকে দেখে অনেকেই ভেবেছেন যে আবারও হয়তো বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে আসলে এটা যে ফটোশুট সেটা বুঝতে পেরেছেন অনেকেই। সে যাই হোক, ছবির লুকস যে নজর কেড়েছে সেটা জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনদের অনেকেই।

প্রসঙ্গত, স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে ‘কলা’ ছবিতে। মূলত সাইকোলজিকাল থ্রিলার বেসে তৈরী ছবিটি। এটিই ইরফান খান পুত্র বাবিলের প্রথম বলিউড ছবি। ছবিতে স্বস্তিকার পাশাপাশি তৃপ্তি দিমরি, ইরফান খান পুত্র বাবিল, অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, স্বানন্দ কিরকিরে, বরুন গ্রোভারের মতো তারকাদেরও দেখা গিয়েছে।

আর্কাইভ