• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি, ক্ষোভ ঝাড়লেন বলি তারকারা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১২:২৭ এএম

আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি, ক্ষোভ ঝাড়লেন বলি তারকারা

বিনোদন ডেস্ক

বলি তারকাদের নিয়ে আগ্রহের কমতি নেই পাপারাজ্জিদের। বরাবরই ক্যামেরা তাক করে রাখেন তাদের দিকে। তারা কখন কোথায় যান, কী করেন, কী পোশাক পরেন? তারকাদের লাইফস্টাইল নিয়ে রীতিমতো রিসার্চ করেন তারা।

বিমানবন্দর থেকে জিম, শপিং মল তারকারা যেখানেই যান, সেখানেই হানা দেয় আলোকচিত্রীদের দল। তাই বলে, অন্দরমহলে। এবার সব সীমা অতিক্রম করে ক্যামেরা নিয়ে আলিয়া ভাটের বাসার অন্দরে ঢুকে পড়েন দুই আলোকচিত্রী। এ সময় অভিনেত্রীর ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করেছেন তারা।

আর এতেই রেগে আগুন আলিয়াসহ বলিউডের অনেক তারকাই। রীতিমতো এই প্রসঙ্গে ক্ষোভ ঝেড়েছেন তারা। আনুশকা শর্মা, করন জোহর, অর্জুন কাপুর, জাহ্নবি কাপুরসহ আরও অনেক বলি তারকা।

জানা গেছে, আলিয়া তার নিজের বাসার অন্দরে ঘরোয়া পোশাকে অলসভাবে সময় কাটাচ্ছিলেন। পাশের বিল্ডিং থেকে হঠাৎ দুই আলোকচিত্রী অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি তোলার সময় তাদের হাতেনাতে ধরেন তিনি।

ইতোমধ্যে এই ঘটনায় আলিয়া ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রাম একটি স্টোরি দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আপনারা কী আমার সঙ্গে মজা করছেন। দুপুরে আমি আমার বাড়ির অন্দরে বসেছিলাম। এ সময় আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি ওপরের দিকে তাকাতেই দেখি যে পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন।

অভিনেত্রী আরও লিখেছেন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? সেই সঙ্গে আলিয়া তার পোস্টটি মুম্বাই পুলিশকেও ট্যাগ করেছেন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাহ্নবি কাপুর বলেন, খুবই নিন্দনীয় ও বাজে আচরণ এটি। আমিও ওদের বহুবার নিষেধ করেছি, কিন্তু এরা অনুমতি না নিয়েই ছবি তুলতে থাকে।

আলিয়াকে সাপোর্ট করে অর্জুন কাপুর বলেন, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তারা সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। তাদের জন্য একজন নারী তার নিজের বাড়িতেও সুরক্ষিত নয়।

আর্কাইভ