• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হৃদয়ে রয়েছ গোপনে : পূজা চেরী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৫:১৮ পিএম

হৃদয়ে রয়েছ গোপনে : পূজা চেরী

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী। ইতোমধ্যেই অভিনয়ে নৈপুণ্যতার কারণে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়েই বিভিন্ন স্ট্যাটাস দিয়ে সরব থাকেন পূজা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, হৃদয়ে রয়েছ গোপনে, বাসনা বসে মনে অবিরত। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কালো রঙের লাভ ইমোজি।

ওই ছবিতে দেখা যায়, পূজার পরনে রয়েছে কালো রঙের একটি শাড়ি। সঙ্গে গলায় রুপালি রঙের চোকার, কানে দুল আর ম্যাচিং চুরি। খোপায় সাদা ফুল, কপালে ছোট্ট কালো টিপ আর হালকা মেকাপে লাস্যময়ী রুপে ধরা দিয়েছেন ক্যামেরায়।

ইতোমধ্যেই পোস্টের নিচে ২৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, সেরা সুন্দরী। আরেক নেটিজেন লিখেছেন, সো কিউট। অভিনেত্রীর এক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ভালোবাসা।

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন পূজা। একেবার একেক পোজে ধরা দেন ক্যামেরায়। আর ছবিগুলো শেয়ার করা মাত্রই মন্তব্যের ঢল নামে নেটিজেনদের।

আর্কাইভ