• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পিঙ্কি নন! কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে? প্রকাশ্যে এল নাম সহ আসল পরিচয়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৩:৩৪ এএম

পিঙ্কি নন! কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে? প্রকাশ্যে এল নাম সহ আসল পরিচয়

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। বিশেষ করে প্রাক্তন স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিচ্ছেদ কিম্বা শ্রীময়ী চট্টরাজের সাথে সম্পর্ক বরাবরই কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনের খবর পেজথ্রির পাতার হট টপিক।

কিন্তু অনেকেই হয়তো জানেন না পিংকি এবং শ্রীময়ী ছাড়াও কাঞ্চনের জীবনে ছিলেন আরো একজন নারী। তিনি আর কেউ নন কাঞ্চনের প্রথম স্ত্রী। যিনি নিজেও যুক্ত এই একই পেশার সাথে। টলিপাড়ার এই  পরিচিত  অভিনেত্রী হলেন অনিন্দিতা দাস। এই মুহূর্তে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’তে।

এই সিরিয়ালে তিনি নায়ক ঈশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন। ইতিপূর্বে ‘দত্ত অ্যান্ড বৌমা’ কিংবা রোজার মত সিরিয়ালেও  অভিনয় করেছিলেন অনিন্দিতা। দেখতে দেখতে অভিনয় জগতে দীর্ঘ ১৭ বছর পার করে ফেলেছেন এই অভিনেত্রী। তবে এখনও পর্যন্ত সেই ভাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি।

কাঞ্চন মল্লিকের সাথে বিয়ে কিংবা দাম্পত্য জীবন কোনো কিছু নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি অনিন্দিতাকে। তবে আজ থেকে দু’বছর আগে যখন কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল অবস্থা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সর্বত্রই তখন চর্চা হচ্ছে কাঞ্চন, শ্রীময়ী এবং পিংকির ব্যক্তিগত জীবন নিয়ে।

সে সময় আনন্দবাজার অনলাইনে সাথে দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চনের সাথে বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে এই সম্পর্কের ব্যাপারে কোন কথাই বলতে রাজি ছিলেন না অনিন্দিতা। তবে পরে অভিনেত্রী  জানান ‘আমাদের সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল। বহুকাল বিচ্ছেদ হয়ে গিয়েছে। এ বিষয়ে আর কথা বলতে চাই না’।

এছাড়া কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠলে অভিনেত্রী বলেন ‘দেখুন, ওঁর জীবনে কী হচ্ছে, তা দেখার জন্য ওঁর পরিবার আছেন। এটা তাদের বিষয়। আমি মন্তব্য করার কেউ নই’।  কাঞ্চন মল্লিকের সাথে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অনিন্দিতা। এখন বাবা-মা আর আমার বিড়াল পুচকিকে নিয়ে থাকেন অভিনেত্রী।

জীবনে তিনি নাকি এমন সময়ের মধ্যে দিয়েও গিয়েছেন যখন নাকি তিনি বিকেলবেলা জানতেন না রাতে কী খাবেন? তাই কাঞ্চন মল্লিকের থেকে খোরপোশ নেওয়ার কথা উঠতেই  অনিন্দিতা সাফ জানান ‘তাই যদি হয়, তা হলে আমার খেতে না পাওয়ার মতো অবস্থা কী করে হল বলুন তো? এটা হতে পারে না’!

আর্কাইভ