• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এসব কি ক্যামেরার সামনে বলা যায়?

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:২৫ পিএম

এসব কি ক্যামেরার সামনে বলা যায়?

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

এবার অনিমেষ আইচ ‘এক বোতল অন্ধকার’ নামে বই প্রকাশ করেন। এই বইটি উৎসর্গ করেন ভাবনাকে। নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন তারা। ভাবনাকে উৎসর্গ করে অনিমেষ লিখেছেন: ‘এই নদীর জল/তোমার চোখের মতো ম্লান বেতফল; সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি; এই নদী তুমি। প্রিয় আশনা হাবিব ভাবনাকে।’
সম্প্রতি এক অনুষ্ঠানে ভাবনাকে প্রশ্ন করা হয়- অনিমেষ আইচ প্রথমবার আপনাকে বই উৎসর্গ করেছেন। বিষয়টি আপনার কেমন লাগছে? মজার ছলে এই অভিনেত্রী উত্তর দেন- এত ক্যামেরার সামনে এসব বলা যায়? দুষ্ট!


পুনরায় প্রশ্ন- এত লোক থাকতে অনিমেষদা কেন আপনাকে বই উৎসর্গ করলো? উত্তরে ভাবনা বলেন, ‘অবশ্যই ভালো লাগে। কেউ যদি বই উৎসর্গ করে তখন ভালো লাগে। আমি কিন্তু অনিমেষ আইচকে অনেক আগেই বই উৎসর্গ করেছি। লেখালেখি করতে আমার ভালো লাগছে। আসলে যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে আমি কবিতার মানুষ। লিখতেও ভালো লাগে আবার পড়তেও ভালো লাগে।’
এবারের অমর একুশে বই মেলায় ভাবনার ‘ডানপন্থি কবিতা’ নামে বই প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ডানপন্থি কবিতা নিয়ে কোন ডাবল মিনিং করা চেষ্টার করিয়েন না। এটা আমার ডান হাত দিয়ে লেখাতো আর এটা ডান দিক থেকে উল্টে পড়তে হয়। আমি আসলে একটু ইউনিক করার চেষ্টা করেছি। আর কবিতাগুলো পড়লে পাঠক বুঝতে পারবেন। আমি আসলে অত কিছু ভেবে নাম রাখিনি।’
ভানার হাতে ‘যাপিত জীবন’ নামের সিনেমার কাজ রয়েছে। এ ছাড়া ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজের কাজ শেষ করেন এই অভিনেত্রী। চলছে ডাবিংয়ের কাজ। এ ছাড়া নুতন ওয়েব সিরিজের কাজ খুব শিগগিরই শুরু করবেন বলে জানান ভাবনা। এ ছাড়া নাটকের ব্যস্ততাও রয়েছে তার।

 

আরিয়ানএস/এএল

আর্কাইভ