• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রমজানে ইসলামী গান শোনাবেন হিরো আলম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৫:৫০ পিএম

রমজানে ইসলামী গান শোনাবেন হিরো আলম

বিনোদন ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইসলামী গান নিয়ে আসছেন হিরো আলম। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি। রোজার শুরুর দিকে ইসলামী গানটি মুক্তি পাবে।

এ বিষয়ে হিরো আলম বলেন, আমার গান দর্শকরা সাদরে গ্রহণ করছেন। সামনে রমজান মাস উপলক্ষ্যে আমার একটি ইসলামী গান মুক্তি পাবে। এরই মধ্যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে।

তিনি বলেন, আশা করছি এই গানের মাধ্যমে দর্শক নতুন এক হিরো আলমকে পাবেন। সবাইকে গানটি শোনার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

এ দিকে ইসলামী গানটির লেখক ও সুরকার সম্পর্কে কিছুই জানাননি তিনি। তবে গানটি শুনে তার ভক্তরা খুব অবাক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামী গানের গীতিকার, সুরকার সংগীত আয়োজক। গানটির কাজ চলছে। কয়েক দিনের মধ্যে আমি গানটিতে কণ্ঠ দেবো।’

ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। তার হাতে বর্তমানে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

আর্কাইভ