• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসপাতালে চিত্রনায়িকা রাহা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১০:৩০ পিএম

হাসপাতালে চিত্রনায়িকা রাহা

বিনোদন ডেস্ক

নায়িকারা বরাবরই স্বাস্থ্য সচেতন। নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে ঘাম ঝরান তারা। সেই সঙ্গে তাদের খাবার তালিকায়তেও থাকে কিছু বিধি-নিষেধ। এবার সেই বিধি অনুযায়ী ডায়েট করতে গিয়েই বিপত্তিতে পড়েন অভিনেত্রী রাহা তানহা খান।

হঠাৎ প্রেসার নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হলো। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ইতোমধ্যে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।

এই প্রসঙ্গে রাহা বলেন, দেশের বাইরে থাকাকালীন ডায়েট চার্টটা প্রপার মেইনটেইন করতে পেরেছি। কিন্তু দেশে ফিরে এসে সেটা ঠিকভাবে ফলো করা হয়নি আমার। তাই হঠাৎ প্রেসার ফল করায় অসুস্থ হয়ে পড়ি আমি।

অভিনেত্রী আরও বলেন, অসুস্থ হওয়ার পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে বাসায় ফিরেছি।

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন রাহা। সোশ্যাল হ্যান্ডেলে হঠাৎ অভিনেত্রীর হাসপাতালে ভর্তির ছবি দেখে উদ্বেগ হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। ইতোমধ্যে মন্তব্যের ঘরে অনেকেই জানতে চান কী হয়েছে তার। সেই সঙ্গে নায়িকার সুস্থতাও কামনা করেন নেটিজেনরা।

প্রসঙ্গত, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরু করলেও উপস্থাপিকা ও মডেল হিসেবে পরিচিতি পান রাহা। পরে অভিনয়ে মনোনিবেশ করেন তিনি। সামনে তাকে শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’ ছবিতে দেখা যাবে রাহাকে।

আর্কাইভ