• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘দুই টাকার ছোটলোকের বাচ্চাদের হাতে মোবাইল আছে’ : চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৬:২৯ পিএম

‘দুই টাকার ছোটলোকের বাচ্চাদের হাতে মোবাইল আছে’ : চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানাকে অভিনয়ে দেখা না গেলেও ফিল্ম কেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে সরব উপস্থিতি তার। পাশাপাশি এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সেখানে তিনি নানা ধরণের ব্যক্তিগত মতামত লিখে থাকেন। সেই ধারাবাহিকতায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) একটি পোস্ট দেন। তবে স্ট্যাটাসটি দেওয়ার পর থেকেই বেশ উত্তাল হয় নেটমাধ্যম। সিটি নিউজ ঢাকা পাঠকদের জন্য হুবহু স্ট্যাটাসটি প্রকাশ করা হলো।

এই অভিনয়শিল্পী লেখেন, ‘দুই টাকার ছোটলোকের বাচ্চাদের হাতে মোবাইল আছে বলেই ফেসবুকে যা ইচ্ছা তা কমেন্ট করবে অসম্মান করবে, এটা তো মানা যায় না। মানুষকে সম্মান না দিলে কেউ কখনও সম্মান অর্জন করতে পারে না। সমালোচনা করা,আর জেনে বুঝে অসম্মান করা দুইটা দুই জিনিস এটা বুঝতে হবে।’

তিনি আরও লেখেন, ‘তাই ঐ সব জারজদের বলছি, ঘরে বাজারের টাকা আছে কিনা সেটা আগে ভাব তারপর মানুষকে নিয়ে সমালোচনা কর। আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না। কমেন্ট বক্সে কেউ যদি জ্ঞানদেন আমি তাকে ব্লক করব। আমি যা লিখেছি, ভেবেচিন্তে লিখেছি।’

আর্কাইভ