• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:২৮ পিএম

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। 

আজ রোববার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে ভারতীয় সিনেমা মুক্তির বিষয়ে কথা হয়।


তার আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই আজ সেখানে ছিলেন। তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।
বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‍‍‘পাঠান‍‍’ মুক্তিতে কোনো বাধা থাকছে না। আগামী ২৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পাচ্ছে। গত ২৫ জানুয়ারি ‍‍‘পাঠান‍‍’ ভারতে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।


আরিয়ানএস/এএল

আর্কাইভ