• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অকাল মৃত্যু দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:১০ পিএম

অকাল মৃত্যু দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতার

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সেই মারা গেলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রত্ন। 
শনিবার রাতে বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।


অভিনয়ের বাইরে রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি, তেলেগু দেশম পার্টির (টিডিএম) একজন নেতা ছিলেন তারকা রত্ন। গত ২৭ জানুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের কুপামে তার দলের এক রাজনৈতিক সভার মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেয়ার পর কুপামের এক হাসপাতালে নেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ দিন ধরে লড়াই করছিলেন এ অভিনেতা, তার চিকিৎসার জন্য দিন দুয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল। শতচেষ্টার পরও ফেরানো গেল না তারকা রত্নকে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমরাবতি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা খল–অভিনেতা হিসেবে স্টেট নন্দি পুরস্কার পেয়েছেন তারকা রত্ন।

 

আরিয়ানএস/এএল

আর্কাইভ