• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবারও গায়কের ভূমিকায় সালমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৯:৩৬ পিএম

আবারও গায়কের ভূমিকায় সালমান

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বিনোদন ডেস্ক

বেশ কয়েকবছর পর পর্দায় ফিরছেন সালমান খান। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার ‘ভাইজান’ সিরিজের নতুন সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কি জান’।
ভক্তদের জন্য চমক হিসেবে এ সিনেমায় গানও গাইতে চলেছেন সালমান। সিনেমার অ্যালবামে থাকছে ‘নাইয়ো লাগদা’ গানের অন্য এক ভার্সন। গানটির সুর করবেন হিমেশ রেশামিয়া।


আগেও বেশ কয়েকটি সিনেমায় শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন সালমানকে। ২০১৪ সালে ‘কিক’ সিনেমায় ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। পরের বছর ‘হিরো’ সিনেমার টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা যায় সালমানের কণ্ঠ। ঈদের আগে অনুরাগীদের চমকে দিতে চান সালমান। তাই ‘কিসি কা ভাই কিসি কা জান’ মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

 

আরিয়ানএস/

আর্কাইভ