• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বেশ কয়েকটি অ্যানিমেশন সিনেমার সিকুয়েল আসছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১০:১৪ পিএম

বেশ কয়েকটি অ্যানিমেশন সিনেমার সিকুয়েল আসছে

আন্তর্জাতিক ডেস্ক

জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘টয় স্টোরি’, ‘ফ্রোজেন’ এবং ‘জুটোপিয়া’র সিকুয়েল আসছে। সম্প্রতি সিকুয়েলগুলো আনার ঘোষণা দিয়েছেন ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার। তিনি বলেন, `আজ আমি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত যে আমাদের অ্যানিমেশন স্টুডিও থেকে আমাদের কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি- টয় স্টোরি, ফ্রোজেন এবং জুটোপিয়ার সিকুয়েলের কাজ চলছে।‍‍`
ডিজনির এই অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজিগুলোর সাম্প্রতিকতম সিনেমাগুলো ছিল দুর্দান্ত হিট। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রোজেন ২’ বিশ্বব্যাপী ১.৪৫ বিলিয়ন আয় করেছিল। একই বছর মুক্তিপ্রাপ্ত পিক্সারের ‘টয় স্টোরি ৪’ আয় করে নিয়েছে ১.০৭ বিলিয়ন এবং ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুটোপিয়া’ ১.০২ বিলিয়ন ডলার ঘরে তুলেছে।
বক্স অফিসে আয়ের পাশাপাশি মর্যাদাপূর্ণ পুরস্কারেও ছিল অ্যানিমেশনের জয়জয়কার। ‘ফ্রোজেন ২’ এর ‘ইনটু দ্য আননোন’ ২০২০ সালে অস্কারে সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম চলচ্চিত্রটি ২০১৪ সালে দুটি অস্কার জিতেছিল যার মধ্যে সেরা অ্যানিমেটেড ফিচার এবং সেরা গানের পুরস্কার জিতে নেয়। ফ্রোজেন ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী বক্স অফিসে ২.৭৩ বিলিয়ন আয় করেছে। জুটোপিয়া’ ২০১৭ সালে সেরা অ্যানিমেটেড ফিচারের জন্য অস্কার জিতেছে।


২০২০ সালে দুটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল ‍‍`টয় স্টোরি ৪‍‍` যা মধ্যে ছিল র‌্যান্ডি নিউম্যানের মৌলিক গান ‘আই ক্যান্ট লেট ইউ থ্রো ইয়োরসেলফ অ্যাওয়ে’। তবে সেরা অ্যানিমেটেড ফিচারের অস্কার জিতে নেয় সিনেমাটি৷

 

 

এনএমএম/

আর্কাইভ