• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বইমেলায় সিনেমার প্রচারণায় অভিনেত্রী কেয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৪৪ পিএম

বইমেলায় সিনেমার প্রচারণায় অভিনেত্রী কেয়া

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক

ভালোবাসার গল্পে নির্মিত হয়েছেন ‍‍`কথা দিলাম‍‍` সিনেমাটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা কেয়া অভিনীত এ নতুন সিনেমাটি।

শেষ সময়ে এসে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সবাই।  তারই অংশ হিসেবে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় হাজির হয় ‘কথা দিলাম’ সিনেমার টিম।

বইমেলায় সিনেমার প্রচারণায় এসে কেয়া বলেন, ‍‍`প্রথমবার সিনেমার প্রচারণায় বইমেলায় এসে বেশ ভালো লাগছে। আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছি আমরা।’

গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই ইতিবাচক দর্শকদের মন্তব্য দেখা যাচ্ছে ট্রেলারের ইউটিউব কমেন্ট বক্সে। জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

সিনেমাতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন নবীন অভিনেতা জামশেদ। কেয়া-জামশেদ ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনাসহ অনেকে।

এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। সব গানই লিখেছেন সিনেমাটির প্রযোজক জসিম উদ্দিন আকাশ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।

 

সাজেদ/

আর্কাইভ