• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সৃজিতের ‘সাবাশ মিঠু’

প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৯:৩৮ পিএম

সৃজিতের ‘সাবাশ মিঠু’

বিনোদন ডেস্ক

বলিউডে বায়োপিক নির্মাণে সব সময়ই আগ্রহ ছিল পরিচালকদের। ছাড়া বায়োপিকের প্রতি বি-টাউনের দর্শকদেরও আগ্রহের কমতি নেই। কারণ বাস্তব জীবনের গল্প পর্দায় দেখতে কার না ভালো লাগে। আবার সেই বায়োপিক যদি হয় কোনো ক্রিকেটারের জীবনের ওপর তাহলে তো কথাই নেই। এর আগে ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধনিকে নিয়ে তৈরি করা হয়েছিল বায়োপিক। যার নাম ছিলদ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি বক্স অফিসে ব্যবসা করার পাশাপাশি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। 

এরই ধারাবাহিকতায় এবার আরও একটি ক্রিকেটের বায়োপিক তৈরি করা হচ্ছে। যেটি ভারতের সর্বকালের অন্যতম সেরা নারী ক্রিকেটার মিতালী রাজের জীবন নিয়ে নির্মাণ করা হবে। সিনেমাটির নাম দেয়া হয়েছেসাবাশ মিঠু যেখানে তুলে নেয়া হবে মিতালীর ছোটবেলা থেকে শুরু করে সারাজীবনে ঘটে যাওয়া সব ঘটনা। সিনেমায় আরও দেখানো হবে ভারতের সাধারণ নারী থেকে মিতালী কিভাবে হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। দিকে এই সিনেমায় মিতালীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের স্ট্রং গার্ল তাপসী পান্নুকে। আর আলোচিত এই সিনেমার পরিচালকের দায়িত্বে নতুন করে দেখা যাবে টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।   

বায়োপিকটির শুটিং দেড় বছর ধরে চলছিল। এরপর হুট করে সিনেমাটির পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। নতুন শিডিউলের সঙ্গে তাল মেলাতে না পেরেই সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হনরইস, ‘পারজানিয়াসিনেমার পরিচালক রাহুল। এবার তার জায়গাতেই যুক্ত হলেন সৃজিত।

তবে অর্ধেক হলেও সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সৃজিত। সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘মিতালীর জীবন বরাবরই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই কারণেই বায়োপিকটি পরিচালনার দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত।

উল্লেখ্য, ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিতালী মহিলাদের এক দিনের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। নারী ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সব ফর্মেট মিলিয়ে মিতালীর রান ১০ হাজারেরও বেশি। এবার এই তারকা ক্রিকেটারের বাইশ গজের জার্নিই পর্দায় দেখার অপেক্ষায় কোটি ভক্ত।

মাহি/এম. জামান

আর্কাইভ