• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জেলের ভয় নিয়েও ‘পাঠান’ দেখছে পাকিস্তানিরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০১:০১ এএম

জেলের ভয় নিয়েও ‘পাঠান’ দেখছে পাকিস্তানিরা

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘পাঠান’। ভারত ও ভারতের বাইরে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। থামাথামির কোনো নামগন্ধ নেই। অনেক আগে থেকেই পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোতে বলিউডের সিনেমা প্রদর্শন নিষিদ্ধ। এর জেরে ‘পাঠান’ও নিষিদ্ধ দেশটিতে। তারপরও অবৈধ পন্থায় ছবিটি দেখছে পাকিস্তানের দর্শক।

পাকিস্তানে শাহরুখ খানের ভক্ত সংখ্যা নেহায়েত কম নয়। সারাবিশ্বের মতো ‘পাঠান’ জাদুতে কাবু তারাও। তাই তো বিভিন্ন জায়গায় অবৈধভাবেই দেখানো হচ্ছে ছবিটি। আর জেলের ভয় পরোয়া না করেই তা দেখছেন পাকিস্তানের মানুষজন। শোনা যাচ্ছে, করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে এভাবেই ‘পাঠান’ দেখানো হয়েছে। ‘ফায়ারওয়ার্ক ইভেন্টস’ নামের এক সংস্থা এই অবৈধ স্ক্রিনিংয়ের আয়োজন করছিল।

যদিও ‘পাঠান’-এর মুক্তির সাত দিন পর ‘সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সর’ কড়া বার্তা দিয়ে জানিয়েছিল, অবৈধভাবে ছবির স্ক্রিনিং করা যাবে না। সকল ব্যক্তি বা সংস্থাকেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা দেখাতে বা দেখতে বারণ করা হয়েছিল। কিন্তু কীসের কী? ‘পাঠান’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে পাকিস্তানি দর্শকেরা। অনেকে আবার অবৈধভাবে ডাউনলোডের আশ্রয় নিচ্ছেন। তারপরও ‘পাঠান’ দেখা চাই-ই চাই!

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। বিশ্লেষকদের ধারণা, অচিরেই ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করে ফেলবে ছবিটি। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

আর্কাইভ