• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এসব ছেলের বাবার কাণ্ড...

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১০:২৬ পিএম

এসব ছেলের বাবার কাণ্ড...

সোশ্যাল মিডিয়াতে এই সোনার চামচ এবং বাটির ছবি দিয়েছেন পরীমণি।

বিনোদন ডেস্ক

রাজ্যের মুখেভাত। সেই জন্য আনা হয়েছে সোনার বাটি এবং চামচ। এই বাটি এবং চামচ নিয়ে এসেছেন শরিফুল রাজ । স্বামী শরিফুল রাজের এই কাণ্ডের কথা নিজেই জানিয়েছেন পরীমণি। একে কেউ আদিখ্যেতা বললেও তাঁর ভালো লাগবে বলেও জানিয়েছেন বাংলাদেশের সিনেমার এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে এই সোনার চামচ এবং বাটির ছবি দিয়েছেন পরীমণি। তাতে তিনি লেখেন “বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না? 


এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।” তাঁর এই ছবিতে এক জন লিখেছেন “এটি মোটেও এলাহি কাণ্ড নয়। ছেলের জন্য বাবার ভালোবাসা।” ইতোমধ্যেই এই পোস্টে ‘লাইক’ দিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। উল্লেখ্য ২০২১ সালে ‘গুনিন’ সিনেমার শুটিং করতে গিয়ে রাজের সঙ্গে পরিচয় হয় পরীমণির।
 

 

আরিয়ানএস/এএল

আর্কাইভ