• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সোনার চামচে ভাত খাবে পরীমণির ছেলে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১২:২৫ এএম

সোনার চামচে ভাত খাবে পরীমণির ছেলে

বিনোদন ডেস্ক

ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য-ই এখন পরীমণি ও শরিফুল রাজের নয়নের মণি। তাকে নিয়েই এখন পরী-রাজের জীবন আবর্তিত হচ্ছে। ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান কিছু পোস্ট করতে থাকেন এই তারকা দম্পতি। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছেন খুব শিগগিরিই তার রাজ্যর মুখে ভাতের অনুষ্ঠান হতে চলেছে।

শুক্রবার সোনার বাটি চামচের ছবি পোস্ট করেছেন পরীমণি। লিখেছেন, বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কান্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।

পরীমণির এই পোস্টের নিচে নেটনাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই পরীমণি ও তার পরিবারের জন্যা ‘দোয়া’ করেছেন।

আগামী ১০ ফেব্রুয়ারি পরীর ছেলে রাজ্যর ৬ মাস পূর্ণ হচ্ছে। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই হবে মুখে ভাতের অনুষ্ঠান। তবে মুখে ভাতের অনুষ্ঠানের দিনক্ষণ এখনও খোলসা করেননি অভিনেত্রী।

গত বছর অগস্টে ছেলের ‘আকিকা’ অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী। তাই আশা করা যায়, মুখে ভাতের ছবিও তিনি অনুরাগীদের জন্য সামনে আনবেন।

আর্কাইভ