প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:০৫ পিএম
শ্রেণি কক্ষের বেঞ্চে বসা নিয়ে রাজধানীর তুরাগে অভিনেতা ম ম মোর্শেদের দুই ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিয়াবাড়ী মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার।
আহতরা হলেন ম ম পৃথ্বী (২৩) ও ম ম রাজ্য (১৭) এবং পৃথ্বীর বন্ধু আহনাফ (২৩), আশিক (২৪) ও জাওয়াদ (২১)।
হামলার পর আশপাশের লোকজন এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উত্তরার শিন শিন জাপান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর আঘাত বিবেচনায় আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
প্রাথমিক চিকিৎসা শেষে ম ম পৃথ্বী বাদী হয়ে মঙ্গলবার রাতে তুরাগ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অপর ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।
পৃথ্বী বলেন, ‘আমার ছোট ভাই রাজ্য মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টায় শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে রাজ্যের সঙ্গে তারই সহপাঠী সিয়াম ও জিসুমের কথা কাটাকাটি হয়। পরে তারা কলেজের বাইরে মারধর করবে বলে হুমকি দেয়। বিষয়টি আমাকে ফোন করে জানিয়ে তাকে নিয়ে আসার অনুরোধ করলে দুপুর ১টার দিকে আমি ও আমার বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে যাই।’
এনএমএম/এএল