• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাড়ি বাড়ি গিয়ে মাহির নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৩২ পিএম

বাড়ি বাড়ি গিয়ে মাহির নির্বাচনী প্রচারণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাইছেন ঢাকাইয়া সিনেমার নায়িকা মাহিয়া মাহি। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকের জন্য ভোট চাইলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানকে নৌকায় ভোট দিতে আহ্বান জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।
ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন মাহি। পরে ভোলাহাট উপজেলার গোলাবাড়ি গ্রামে একটি পথসভায় বক্তব্য দেন তিনি।


এ সময় মাহিয়া মাহি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এনএমএম /এএল

আর্কাইভ