• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফের বিরতির ঘোষণা দিলেন শাহরুখ!

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:৪১ পিএম

ফের বিরতির ঘোষণা দিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

চার বছর পর পর্দায় ফিরে বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘরে জায়গা করে নিয়েছে ‘পাঠান’। সিনেমাটি ঘিরে চলতি উন্মাদনার মধ্যেই ফের বিরতির ঘোষণা দিলেন কিং খান।

টুইটারে তিনি লিখেছেন, ‘এবার বিরতি নেব। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাব। হলে এসে সিনেমা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। হলে গিয়ে নতুন বন্ধু তৈরি করে সিনেমা দেখার মধ্যে আলাদা আনন্দ আছে, তাই না?’

বলিউড বাদশার এমন টুইটের পর গুঞ্জন শুরু হয়েছে, তবে কি ফের অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নিচ্ছেন তিনি? কিন্তু না, তার এই বিরতি সাময়িক। ‘পাঠান’-এর প্রচারে তুমুল ব্যস্ত সময় পার করেছেন শাহরুখ। সে কারণেই সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি।

পরিসংখ্যান অনুসারে, প্রথম দিনেই বিশ্বজুড়ে রোজগারের অঙ্কে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণেই আয় হয় ৫৫ কোটি রুপি।

দ্বিতীয় দিন ভারতের বাজারে ৭০ কোটি রুপির ব্যবসা করে ‘পাঠান’। এদিন সিনেমার আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

তবে তৃতীয় দিনে ভারতের বাজারে ‘পাঠান’র আয় ৩৯ কোটি রুপি, যা প্রথম দুই দিনের তুলনায় কম। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে এদিন মন্দা ছিল না। তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৩১৩ কোটি রুপিতে।

চতুর্থ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান।

আর্কাইভ