• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইমন আমার মনের মতো আরেকটি গান বানিয়েছে: আঁখি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:২৩ পিএম

ইমন আমার মনের মতো আরেকটি গান বানিয়েছে: আঁখি

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের আবেদন এখনো কমেনি দর্শক-শ্রোতাদের কাছে। শওকত আলী ইমনের সঙ্গে আঁখির তৈরি গান দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি।

এই জুটির ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’—এই গানগুলো এখনো কানে বাজে। 

টানা ১০ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই শিল্পী ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর-সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই। আর গানের ভিডিওতে আঁখি নিজেই অভিনয় করেছেন।

আঁখি আলমগীর এ বিষয়ে বলেন, এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। এ জন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফরম  করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।

আঁখি জানান, আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
আরটিভির বেঙ্গল স্টুডিওর খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। 

গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।

আর্কাইভ