• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাঠানে শাহরুখ-সালমানের সঙ্গে থাকছেন আরেক ‍‍`খান‍‍`, কে তিনি?

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:২১ পিএম

পাঠানে শাহরুখ-সালমানের সঙ্গে থাকছেন আরেক ‍‍`খান‍‍`, কে তিনি?

বিনোদন ডেস্ক

প্রথম দিনেই বিশ্বজয় ‘পাঠান’-এর। চার বছর পর ‘বাদশা’র প্রত্যাবর্তন। শাহরুখ খানকে দেখতেই ব্যস্ত সবাই। সিনেমায়া অতিথি শিল্পী হিসেবে রয়েছেন সালমান খান। এ দুই খান ব্যতীত সিনেমায় আছেন আরেক খান। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গেছে ওই খানকে। 

আর তিনি হলেন আমির খানের বোন নিখাত খান। বলিউডের দুই খান শাহরুখ ও আমির একই সঙ্গে কখনো পর্দায় অভিনয় করেননি। ভবিষ্যতে করবেন, এমন সম্ভাবনাও কম। তবে আমির না করলেও শাহরুখের সঙ্গে অভিনয় করলেন তার দিদি নিখাত খান। 

৬০ বছর বয়সি এ অভিনেত্রীকে ‘পাঠান’ ছবিতে একজন আফগানি নারীর চরিত্রে দেখা গেছে। শাহরুখ খানের পালিত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 

এর আগে ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কী আঁখ’, ‘তানাজি: দ্য আনসাং ওরিয়র’ ছবিতে অভিনয় করেছিলেন নিখাত। এ ছাড়া তার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘লাগান’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘তুম মেরে হো’র মতো ছবিগুলো।

আর্কাইভ