• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোশাররফ করিমের সঙ্গে নিলয়-হিমি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৯:৩৫ পিএম

মোশাররফ করিমের সঙ্গে নিলয়-হিমি

‘রঙ্গিলা’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

হালের আলোচিত তিন তারকা মোশাররফ করিম, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একসঙ্গে আসছেন তারা। ‘রঙ্গিলা’ নাটকে দেখা যাবে তাদের।
দুই দশকের বেশি সময় ধরে সুপারহিট অভিনেতা মোশাররফ করিম। বর্তমান সময়ের ভাইরাল জুটি নিলয় ও হিমি। তাদের নিয়ে ‘রঙ্গিলা’ নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা।

নাটকটি প্রসঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, আমাদের এই ফন্দি ভালোই চলছিল। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিকা হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।

‘রঙ্গিলা’ প্রযোজনা করছে এসকে সাহেদ আলী। তিনি জানান শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

সাজেদ/এএল

 

আর্কাইভ