• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের তেলুগু অভিনেতার আত্মহত্যা

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৭:৪০ পিএম

ভারতের তেলুগু অভিনেতার আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক

বিনোদন ইন্ডাস্ট্রিতে আত্মহত্যা যেন বেড়েই চলছে। বছরের শুরুতেই আত্মঘাতী হলেন- ভারতের তেলুগু সিনেমার অভিনেতা সুধীর বর্মা।
সোমবার (২৩ জানুয়ারি) অভিনেতার বিশাখাপত্তনমের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ৩৩ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। তার  মৃত্যুর খবরে শোকে বিহ্বল গোটা তেলুগু ইন্ডাস্ট্রি।

Sudheer Varma Death News: ‍‍`Kundanapu Bomma‍‍` actor Sudheer Varma commits  suicide!

সোশ্যাল মিডিয়াতেও শোক প্রকাশ করেছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে তার ফ্যানেরা। বেশ কিছুদিন থেকেই সুধীর ভালো সিনেমা বা চরিত্রের সুযোগ পাচ্ছিলেন না। সেখান থেকে হতাশায় ভুগছিলেন তিনি। খবর জি নিউজের।

থিয়েটারের মাধ্যেমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। বড় পর্দায় পা রাখেন ২০১৩ সালে ‘স্বামী রা রা’ সিনেমার মাধ্যমে। যেটিতে ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি। তার দ্বিতীয় সিনেমা ‘দোচে’। সেই সিনেমায় নাগা চৈতন্য এবং কৃতী শ্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

 

সাজেদ/এএল

আর্কাইভ