• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বাস্তবে কেমন জীবনসঙ্গী চান? প্রশ্নের জবাবে যা জানালেন নোরা

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৩১ পিএম

বাস্তবে কেমন জীবনসঙ্গী চান? প্রশ্নের জবাবে যা জানালেন নোরা

বিনোদন ডেস্ক

অধিকাংশ মিউজিক ভিডিওতেই তিনি ‘অবিশ্বস্ত প্রেমিকা’। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন মিউজিক ভিডিও ‘অচ্ছা সিলা দিয়া’তেও তিনি এক প্রতারক স্ত্রী, যিনি তাঁর জীবনসঙ্গীকে খুন করবেন। দর্শকের কাছে তাঁর এই নেতিবাচক ইমেজ নিয়ে রীতিমতো চিন্তিত নোরা ফাতেহি। মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে নোরাকে প্রশ্ন করা হয়েছিল, বাস্তবে তিনি কাউকে কখনো ধোঁকা দিয়েছেন কি না? জবাবে এই বলিউডকন্যা অনুমিত উত্তরই দেন, ‘বাস্তব জীবনে আমি একদমই কারও সঙ্গে প্রতারণা করিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যে কটি সিঙ্গেল গানে কাজ করেছি, সেখানেই আমাকে এ রকম চরিত্রে দেখা গেছে। সবাই পর্দায় দেখছেন আমি আমার সঙ্গীকে ধোঁকা দিচ্ছি, তাকে একা করে চলে গেছি।’

নোরা আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি একদম উল্টো। পর্দার সঙ্গে আমার কোনো মিলই নেই। বাস্তবে আমার সঙ্গে উল্টোটা ঘটেছে। আমিই বরং বেশ কয়েকবার ধোঁকা খেয়েছি। ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে আমাকে কেউ এই গানের মতো পুরোপুরি বরবাদ করতে পারেনি।’

বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, প্রশ্ন করা হলে লাজুক হেসে নোরা বলেন, ‘এটা অত্যন্ত মজার প্রশ্ন। আমি চাই, আমার জীবনসঙ্গী যেন অবশ্যই সৎ ও পরিশ্রমী হয়। সবচেয়ে বড় কথা, সে যেন আমাকে খুব ভালোবাসে।’

নোরার যেকোনো মিউজিক ভিডিও নেট-দুনিয়ার উত্তাপ কয়েক শ গুণ বাড়িয়ে দেয়। তাঁর নামের সঙ্গে এখন জুড়ে গেছে ‘কুইন’ ট্যাগ।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি যে কটি মিউজিক ভিডিওতে কাজ করেছি, সেখানে আমার থেকেও বেশি অন্য সবার পরিশ্রম ও চেষ্টা আছে। একটা পুরো দল এর সঙ্গে কাজ করে। আমি অত্যন্ত খুশি, সবার আমার গান ভালো লাগে। যেকোনো মিউজিক অ্যালবাম আমার বিশেষ পছন্দ; কারণ, আমি এখানে নাচের পাশাপাশি অভিনয় করার সুযোগ পাই। একজন অভিনয়শিল্পী হিসেবে আমার কাছে এটা চ্যালেঞ্জিং।’

‘অচ্ছা সিলা দিয়া’ মিউজিক ভিডিওতে নোরার সঙ্গে আছেন বলিউড তারকা রাজকুমার রাও। গানটি গেয়েছেন বি প্রাক।

আর্কাইভ