• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাঠান মুক্তির দিন যা করবেন বলিউড বাদশা

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০১:০৯ এএম

পাঠান মুক্তির দিন যা করবেন বলিউড বাদশা

বিনোদন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে। বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাবে তার অভিনীত বহুল আলোচিত-সমালোচিত সিনেমা ‘পাঠান’।

তবে ছবিটি মুক্তি উপলক্ষে কোনো প্রচারণাই করবেন না বলে জানিয়েছিলেন এই অভিনেতা।

বর্তমানে ছবি মুক্তির জন্য অগ্রিম টিকিটের বুকিং চলছে। তবে অধিকাংশ প্রেক্ষাগৃহে আসন ফাঁকা নেই বললেই চলে। এ দিকে ‘পাঠান’ সিনেমার মুক্তির দিনে কী করবেন শাহরুখ? তা নিজেই জানালেন এই অভিনেতা।

ইদানিং টুইটারে ভক্ত-অনুরাগীদের সঙ্গে মাঝেমাঝেই কথা বলেন শাহরুখ। অভিনেতার ‘আস্ক মি এনিথিং’ পর্বে তাদের সব প্রশ্নের জবাব দেন বলিউডের এই কিং খান।

এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান, তিনি আগামীকাল ছবিটি দেখবেন, নাকি বক্স অফিসের ঠিক কত লাভ হলো সেটা দেখবেন?

আরও পড়ুন... সিদ্ধান্তহীনতায় ‘পাঠান’, মুক্তি মিলছে না বাংলাদেশে!
জবাবে বলিউড বাদশাহ বলেন, আগামীকাল শুধুই আমার সন্তানদের সঙ্গে বসে থাকব আমি, এ ছাড়া অন্য কিছু করব না।

প্রসঙ্গত, মুক্তির আগে থেকেই ব্যাপক তোপের মুখে পড়েন শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। হলগুলোতে মুক্তির পর ওটিটি মুক্তির আগে আরও একবার সেন্সর বোর্ডের প্রশংসাপত্র নিতে হবে কিং খান অভিনীত এই ছবিটির জন্য।

আর্কাইভ