• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৩০ বছর আগে গাড়ির ভেতর শাহরুখের সঙ্গে কী ঘটেছিল, জানালেন করণ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ১২:১৮ এএম

৩০ বছর আগে গাড়ির ভেতর শাহরুখের সঙ্গে কী ঘটেছিল, জানালেন করণ

বিনোদন ডেস্ক

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে পরিচালক করণ জোহরের বন্ধুত্বের কথা নতুন নয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে অটুট তাদের এ সম্পর্ক। একটা সময় তাদের ‘ব্রোম্যান্স’ নিয়েও কমচর্চা ছিল না বলিমহলে। শাহরুখকে বড় ভাইয়ের মতো সম্মান করেন করণ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে করণ জোহর তিন দশক আগের শাহরুখের সঙ্গে একটি ‘গোপন’ কাহিনী শেয়ার করেছেন।

করণ বলেন, শাহরুখ আমার গাড়িতে উঠে বসল। আমি চালকের সিটে, ঠিক তিন মিনিট পর আমাকে সে বলল- দ্রুত গাড়িটা রাস্তার পাশে থামা। আমি গাড়ি থামিয়ে প্রশ্ন করি, কী হয়েছে? এরপর কিং খান আমাকে গাড়ির বাইরে বের হয়ে যেতে বলে।

এরপর উপদেশের সুরে করণকে শাহরুখ বলেন, ভবিষ্যতে তুই কোনো দিন গাড়ি চালাবি না। তুই গাড়ি চালালে হয় লোক মরবে, না হলে তুই মরবি! কিছু একটা ঘটবে। দুজনের মধ্যে এ ঘটনা যখন ঘটেছিল তখন করণের বয়স ছিল ১৮ বছর।

তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। স্টুডিওতে পৌঁছার পর করণ জোহরের বাবা যশ জোহরকে ফোন করেন শাহরুখ। তাকে জানান, তিনি যেন দ্রুত করণের গাড়ি চালানো বন্ধ করেন। সেই সঙ্গে করণের জন্য ড্রাইভার রাখার জন্য বলেন অথবা ট্যাক্সিযোগে পাঠানোর ব্যবস্থা করতে বলেন। করণের আফসোস, শাহরুখের কারণেই নাকি আজও তার গাড়ি চালানো শেখা হয়নি!

আর্কাইভ