প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ১১:৫৪ পিএম
খুব বেশি পিছিয়ে যেতে হয় না। ফিরে দেখা যাক ২০২২। বয়কট ঝড়ে ক্ষত-বিক্ষত হয়েছে বলিউড। মুখ থুবড়ে পড়েছে একের পর এক ছবি। যা হচ্ছে, তা ঠিক নয়। সম্প্রতি কলকাতায় এসে `বয়কট` প্রথা নিয়ে নিজের বক্তব্য জানালেন করিনা কাপুর খান।
ছবি বিনোদনের উৎস। তা নিয়ে এত আপত্তি থাকলে চলবে কেন? শহরে এসে করিনা বললেন, "এই বয়কট প্রথা চলতে থাকলে আমরা দর্শকের মনোরঞ্জন করব কী ভাবে, আপনাদের জীবনেই বা আনন্দ থাকবে কী ভাবে। ছবি না হলে বিনোদন আসবে কোথা থেকে?"
প্রসঙ্গত, করিনার সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খানের `পাঠান` নিয়েও জলঘোলা নেহাত কম হয়নি। ছবির গান `বেশরম রং`-এ দীপিকার বিকিনি পরে নাচা নিয়ে শুরু হয় বিতর্ক। `পাঠান` বয়কটের ডাক ওঠে। এমনকী প্রাণনাশেরও হুমকি পান শাহরুখ।
করিনার শেষ ছবি `লাল সিং চাড্ডা`কেও পড়তে হয় বয়কটের কোপে। ব্যবসার নিরিখে বিপুল ক্ষতিগ্রস্ত হয় ছবিটি। এ বিষয়ে করিনা বলেছিলেন, "আমাদের ছবিটি বয়কট করা উচিৎ নয়।ছবিটি খুবই ভাল। আমি চাই, আমির এবং আমাকে মানুষ দর্শক পর্দায় দেখুক।"