• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ও মুসলিম আমি হিন্দু, আমরা বন্ধু: শ্রীলেখা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ১১:৩৯ পিএম

ও মুসলিম আমি হিন্দু, আমরা বন্ধু: শ্রীলেখা

বিনোদন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা ও বাংলাদেশের অভিনেত্রী মুক্তি ভালো বন্ধু। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এরপর মুক্তির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। একে অন্যের সঙ্গে নানান বিষয়ে ভাব বিনিময় করেন।

নিজেদের বন্ধুত্ব নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে শ্রীলেখা বলেন, ‘আমরা বন্ধু। আজকের না, ২০ বছরেরও বেশি। ও মুসলিম, আমি হিন্দু। ওর দেশ বাংলাদেশ, আমার ভারত, তাতে ওর বা কী, আমারই বা কী? আমরা বন্ধু। আমরা পারলে তোমরা কেন পারবে না? বন্ধু হও, ভালো থাকো।’

একিদে শ্রীলেখার মুখোমুখি হয়ে মুক্তি সাংবাদিকদের বলেন, ‘ওকে আমি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ শিখিয়েছি।’

এর উত্তরে শ্রীলেখা বলেন, ‘আল্লাহ ওর আর ঈশ্বর আমার, এটা আমি মনে করি না।’

শ্রীলেখা ঢাকায় এসেছিলেন মূলত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। যেখানে দেখানো হয় তার নির্মিত সিনেমা ‘এবং ছাদ’।

উল্লেখ্য, নায়িকা রুমানা ইসলাম মুক্তি চলচ্চিত্রের মাধ্যমে পরিচিত হন ‘শ্রাবণ মেঘের দিন’ দিয়ে। ১৯৯৩ সালে ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে হিসেবে অনেকে তাকে চেনেন।

আর্কাইভ